উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেইসবুকে লিখেছেন, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলেন শেখ হাসিনা।
Published : 21 Oct 2024, 04:29 PM
দেশের জনগণ শেখ হাসিনার সরকারকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করায় তার পদত্যাগপত্রের ভূমিকা নেই বলে দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
একই বিষয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্তব্য, রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির বক্তব্যের পর ফেইসবুক পোস্টে এমন মন্তব্য করেন তারা।
গত ১৯ অক্টোবর মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কাছে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের এক বিশেষ সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের ‘কোনো দালিলিক প্রমাণ নেই’ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।
বিষয়টি আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বার্তা দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়করা।
সোমবার দুপুরে ফেইসবুক পোস্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, “একটি অবৈধ সরকারকে জনগণ অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেছে। এখানে পদত্যাগপত্রের কোনো ভূমিকা নেই।”
হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যে এখন পর্যন্ত ৬৫ হাজার মানুষ প্রতিক্রিয়া জানিয়েছেন। এছাড়া ৮ হাজার ৭০০ ফেইসবুক ব্যবহারকারী এই পোস্টে মন্তব্য করেছেন, যা শেয়ার হয়েছে ১১০০ বার।
রাষ্ট্রপতির বক্তব্যের জবাবে হাসনাত আব্দুল্লাহর পোস্টের কিছু সময় পরেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেইসবুকে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিলেন বলে মন্তব্য করে একটি পোস্ট করেন।
পোস্টে তিনি লিখেছেন, “রাষ্ট্রপতির কাছে মৌখিকভাবে পদত্যাগ করেছিল স্বৈরাচারী খুনি হাসিনা। পদত্যাগপত্র নিয়ে বঙ্গভবনে যাওয়ার কথা থাকলেও ছাত্র-জনতা গণভবনের কাছাকাছি চলে আসলে পালিয়ে যেতে বাধ্য হয় খুনি হাসিনা।”
গত ১৯ অক্টোবর ‘উনি তো কিছুই বলে গেলেন না...’ শিরোনামে মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর কাছে দেওয়া রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের এক বিশেষ সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি এবং তার কাছে ‘কোনো দালিলিক প্রমাণ নেই’ বলেও উল্লেখ করেছেন।
সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতির কাছে প্রশ্ন করা হয়- “আপনার কাছে কি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্রটা আছে?”
উত্তরে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বলেন, “আমি শুনেছি তিনি পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে কোনো দালিলিক প্রমাণ নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তিনি হয়তো সময় পাননি।”