এই ঘটনার বিষয়ে রেল পুলিশ খুব বেশি জানাতে পারেনি।
Published : 24 May 2023, 10:46 PM
ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনা ঢাকায় বিরল না হলেও তেজগাঁওয়ে যে ঘটনা ঘটল, তা বিরলই বলা যায়।
ট্রেনের নিচে পড়েও এক তরুণের বেঁচে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।
ঘটনাটি মঙ্গলবার তেজগাঁও রেলস্টেশনে হয়েছে বলে পুলিশ জানালেও কখন হয়েছে এবং ওই তরুণ কে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি।
ভিডিওতে এক তরুণকে রেলের দুই লাইনের মাঝে শুয়ে থাকতে দেখা যায়। এসময় একটি ট্রেন চলন্ত অবস্থায় থাকলেও গতি ছিল কম।
ট্রেনের নিচে শুয়ে থাকা তরুণের কাঁধে ছিল ব্যাগ। ট্রেনটি তার উপর দিয়ে যাওয়ার সময় আশেপাশের লোকজনকে নানা পরামর্শ দিতে দেখা যায় ভিডিওতে।
ট্রেনটির গতি কমে যাওয়ার সময় একবার বের হওয়ার চেষ্টা করেছিলেন ওই তরুণ। ট্রেনটি না থামা পর্যন্ত তাকে শুয়ে থাকতে বলায় ওই তরুণ শুয়েই ছিল। ট্রেন পুরোপুরি থেমে যাওয়ার পর স্থানীয় লোকজনের সহায়তায় বের হয়ে আসেন তিনি।
বুধবার দুপুরে ঢাকা রেলওয়ে থানার ওসি ফেরদৌস আহমেদ বিশ্বাসের কাছে ভিডিও লিংকটি পাঠিয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়। তবে রাত পর্যন্ত পুলিশ ওই তরুণের বিষয়ে কিছু পারেনি।
ওসি বলেন, তিনি ভিডিওটি দেখেছেন। তরুণেরর পরিচয় পাওয়া যায়নি। কোনো প্রত্যক্ষদর্শীকেও পাওয়া যায়নি।
ঢাকা রেলওয়ে থানার এসআই সেকেন্দার আলী এ বিষয়ে কিছু খোঁজ-খবর নিয়েছেন।
তিনি বলেন, ছেলেটির বাবা একটি সরকারি দপ্তরের কর্মচারী বলে তারা শুনেছেন। তেজগাঁও এলাকাতেই তাদের বাসা। মঙ্গলবার বেলা ৩টার দিকে কোচিং থেকে ফেরার পথে একটি মালগাড়ির তলায় পড়েন তিনি।