যাত্রাবাড়ীতে শিশু হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

পূর্ব শত্রুতার জেরে ২০১৭ সালের ৩০ জানুয়ারি খুন করা হয় শিশুটিকে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 March 2023, 03:14 PM
Updated : 20 March 2023, 03:14 PM

অর্ধযুগ আগে ঢাকার যাত্রাবাড়ীতে হৃদওয়ান ইসলাম বিভোর নামে ১১ বছর বয়সী এক শিশুকে হত্যার দায়ে আল-আমিন নামের একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ সৈয়দা হাফছা ঝুমা সোমবার এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার সময় আসামি আল-আমিন আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

তবে আল আমিনের বাবা আব্দুর মান্নান মুন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি খালাস পেয়েছেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি আবদুল্লাহ আবু।

রায়ের বিবরণে জানা যায়, বাদী নজরুল ইসলাম বাবু তার বাড়ি পুনঃনির্মাণ করতে গেলে আসামিরা বাঁধা দেয়। সেই বিরোধের একপর্যায়ে ২০১৭ সালের ৩০ জানুয়ারি বাবুর বাড়ির সামনে তার ছেলে হৃদওয়ান ইসলাম বিভোরকে এলোপাতারি কিল-ঘুষি মারে আল আমিন।

একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে বিভোরকে কুপিয়ে মারাত্মক জখম করে আল আমিন। মুমূর্ষু অবস্থায় বিভোরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ওইদিন রাতে নজরুল ইসলাম বাবু যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করে ওই বছরের ১৯ মার্চ বাবা ও ছেলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম আজিজুল হক।

২৭ সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য গ্রহণ নিয়ে সোমবার রায় ঘোষণা করা হল।