পাচার হওয়া অর্থ ফেরাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও অর্থমন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে টিআইবি।
Published : 10 Sep 2024, 11:58 PM
বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাচার হওয়া অর্থ অবরুদ্ধ ও ফেরত পাঠাতে দেশটির দুই মন্ত্রীকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
দুর্নীতি বিরোধী সংস্থাটি মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, “মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন ও অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেনকে পাঠানো চিঠিতে জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্র ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে অবৈধ অর্থ সম্পদের মালিকদের জবাবদিহি করতে বলা হয়েছে। পাচার করা অর্থ ফেরত আনার জন্য তাদের বাংলাদেশ সরকারকে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।”
টিআইবি বলছে, টিআই-ইউএসও এ আহ্বান জানিয়েছে। এর আগে গত ৩০ অগাস্ট যুক্তরাজ্যের পররাষ্ট্র ও বৈদেশিক উন্নয়ন বিষয়ক মন্ত্রীর উদ্দেশে বাংলাদেশিদের অবৈধ সম্পদ অবরুদ্ধ ও ফেরত পাঠানোর উদ্যোগ নিতে আহ্বান জানিয়ে চিঠি পাঠিয়েছিল টিআইবি ও যুক্তরাজ্যভিত্তিক চারটি দুর্নীতিবিরোধী সংস্থা।
সেইসঙ্গে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং ও সংযুক্ত আরব আমিরাতসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছিল টিআইবি।