২১ অগাস্ট হত্যা মামলায় অধিকতর তদন্তের সময় বাড়লো

২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2010, 03:54 AM
Updated : 11 August 2010, 03:54 AM
ঢাকা, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্ট গ্রেনেড হামলার ঘটনার হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও বাড়িয়েছে আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দের চাওয়া চার মাসের সময় আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার ২ নম্বর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ফজিলা বেগম তিন মাস ১১ দিন মঞ্জুর করেন।
অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ আগামী ২২ নভেম্বর ধার্য করেন বিচারক।
এ মামলায় রাষ্ট্রপক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর সৈয়দ রেজাউর রহমানের সহকারি আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে এ মামলায় পাঁচবারের মতো অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পেছালো।
একই ঘটনায় অপর মামলাতেও (বিষ্ফোরক মামলা) একই তদন্ত কর্মকর্তা ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য পাঁচ বারের মতো সময় পান। এ মামলাটিতে আগামী ৩ আক্টোবর অধিকতর তদন্ত প্রতিদেন দাখিলের জন্য তারিখ ধার্য করা হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে ৬১ জনের সাক্ষ্য গ্রহণের পর গত বছরের ৩ অগাস্ট দুই মাসের মধ্যে অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছিলেন ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের তৎকালীন বিচারক মো. মাসদার হোসেন। পরে মামলাটি বদলি হয়ে এ আদালতে আসে।
বঙ্গবন্ধু এভিনিউতে শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ অন্তত ২৪ জন নিহত হয়। ওই সময় মামলা হলেও ২০০৮ সালে এসে হত্যার অভিযোগে একটি এবং বিস্ফোরক আইনে আরেকটি অভিযোগপত্র দেয় সিআইডি।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছিলো বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/কেএমএস/১৫৪৭ ঘ.