ঢাকা-কলকাতাগামী 'ডেক্স ট্রাভেলস' নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শরিফ।
Published : 21 Dec 2023, 10:55 AM
রাজধানীর যাত্রাবাড়ীতে হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালকের প্রাণ গেছে।
নিহত শরিফ হোসেন (৩৮) অ্যাপে রাইড শেয়ার করতেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তিনি দুর্ঘটনায় পড়েন বলে যাত্রাবাড়ী থানার এসআই ফারজানা আক্তার জানান।
তিনি বলেন, ঢাকা-কলকাতাগামী 'ডেক্স ট্রাভেলস' নামের একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান শরিফ। পরে পুলিশ বাসটি জব্দ এবং চালককে গ্রেপ্তার করে।
শরিফ সূত্রাপুরের নওয়াবপুরে থাকতেন, তার বাবার নাম মোশাররফ হোসেন। তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।