দ্রুত রায় কার্যকর চায় সেক্টর কমান্ডার্স ফোরাম

একাত্তরে হত্যা ও ধর্ষণের মত মানবতাবিরোধী অপরাধে সৈয়দ মোহাম্মদ কায়সারের মৃত্যুদণ্ডের রায়ে সন্তোষ জানিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2014, 10:01 AM
Updated : 23 Dec 2014, 10:01 AM

পাশাপাশি দ্রুত রায় বাস্তবায়নের প্রত্যাশাও জানিয়েছে একাত্তরের রণাঙ্গনের কমান্ডারদের এ সংগঠন।

মঙ্গলবার দুপুরে জাতীয় পার্টির নেতা সাবেক প্রতিমন্ত্রী কায়সারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় ঘোষণার পর প্রতিক্রিয়া দেন সেক্টর কমান্ডার্স ফোরামের চেয়ারম্যান কে এম সফিউল্লাহ।

১৯৭১ সালে দখলদার পাকিস্তানি সেনাবাহিনীর সহযোগিতায় ‘কায়সার বাহিনী’ গঠন করে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে যুদ্ধাপরাধে নেতৃত্ব দেন মুসলিম লীগ নেতা কায়সার।

তার ওই সব অপরাধের কথা স্মরণ করে মুক্তিযুদ্ধের ৩ নম্বর সেক্টরের কমান্ডার সফিউল্লাহ বলেন, “আমার সেক্টরে কায়সারের নেতৃত্বে নারকীয় হত্যাকাণ্ড আমি দেখেছি। তার ফাঁসির আদেশে আমরা সন্তুষ্ট। এখন দ্রুত রায় কার্যকরের প্রত্যাশায় আছি।”

প্রসিকিউশনের আনা ১৬টি অভিযোগের মধ্যে ১৪টি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় মুক্তিযুদ্ধের সময় ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হত্যা, গণহত্যা, ধর্ষণের মতো যুদ্ধাপরাধের দায়ে কায়সারকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল।