স্থপতি মাইনুল হোসেনের মৃত্যুতে খালেদার শোক

জাতীয় স্মৃতিসৌধের স্থপতি সৈয়দ মাইনুল হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2014, 04:09 PM
Updated : 10 Nov 2014, 04:09 PM

দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি বলেন, “তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তিনি আমাদের জাতীয় গৌরব। অমর স্মৃতিসৌধ কীর্তি একদিকে যেমন স্থাপত্যের অনন্যতায় মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবে, অন্যদিকে আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে দৈশিক চেতনায় উদীপ্ত করতে প্রেরণা যোগাবে।

ফাইল ছবি

“কেবল তাই নয়, দেশের এই কীর্তিমান স্থপতির মৃত্যুতে আমাদের মেধা, মনন ও সৌকর্য এবং উৎকর্যতার অগ্রগতি কিছুটা বাধাপ্রাপ্ত হলো।’’

সৈয়দ মা্ইনুল হোসেনের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে খালেদা জিয়া বলেন, “ দেশের বিশিষ্ট স্থপতি হিসেবে মাইনুল হোসেন কেবল দেশের বিভিন্ন সুরম্য ইমারতের নকশাই তৈরি করেননি বরং আমাদের মহান মুক্তিযুদ্ধের আত্মদানকারী বীর শহীদের স্মারক জাতীয় স্মৃতিসৌধের নকশা তৈনি করে জাতীয় ইতিহাসে একজন বরণ্যে সন্তান হিসেবে বিশেষ মর্যাদায় অভিষিক্ত হয়েছেন। ”

সোমবার দুপুরে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের খ্যাতিমান এ স্থপতি।