আইন মেনেই হলফনামার তথ্য প্রচার: ইসি

নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামার তথ্য প্রচার বন্ধে কোনো উদ্যোগ নেয়া হয়নি বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2013, 02:37 PM
Updated : 24 Dec 2013, 02:37 PM

মঙ্গলবার ইসির জনসংযোগ পরিচালক এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়নপত্রের সঙ্গে যে হলফনামা জমা দেন তা প্রচার করার জন্যে ইসির আইনগত বাধ্যবাধকতা রয়েছে।

এ তথ্য স্থানীয়ভারে রিটার্নিং কর্মকর্তা প্রচার করে থাকেন এবং ইসির ওয়েবসাইটের মাধ্যমেও প্রচার করা হয়।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের সময়ও এ হলফনামা প্রচার করা হয়েছিল। একইভাবে দশম সংসদ নির্বাচনেও হলফনামা প্রচার করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।