সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ পিএসসির

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে দেশব্যাপী শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে ‘করণীয় নির্ধারণে’ বৈঠক করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 July 2013, 06:43 AM
Updated : 11 July 2013, 07:04 AM

বৃহস্পতিবার বিকালে কমিশনের চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বৈঠক করেছি তবে কোনো সিদ্ধান্তে আসতে পারিনি। আবারো বৈঠকে বসে একটা সিদ্ধান্ত নেয়া হবে।”

কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “কি সিদ্ধান্ত নেব সেটা যদি আগেই জানা যেত তাহলে তো বৈঠকের প্রয়োজন ছিল না।”

কত দিনের মধ্যে ৩৪ তম বিসিএস প্রিলিমিনারির ফল পুনঃমূল্যায়ন করা হবে এ বিষয়ে জানতে চাইলে পিএসসি চেয়ারম্যান বলেন, “এটা করতে বেশি দিন সময় লাগবে না।”

সোমাবার ৩৪ তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর তা নিয়ে চাকরি প্রার্থীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। পরে বিক্ষোভ-প্রতিবাদের মুখে বুধবার ওই ফলাফল পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় পিএসসি।

তবে কত দিনের মধ্যে বা কিভাবে এই ফলাফল পুনর্বিবেচনা করা হবে সে বিষয়ে কিছু জানায়নি কমিশন।

এদিকে ফল পুনর্বিবেচনার ঘোষণা দিলেও সরকারি চাকরিতে সব ধরনের কোটা বাতিলের দাবিতে বহস্পতিবার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এ সময় ১২ জনকে আটকও করে পুলিশ।

৩৪ তম বিসিএসের প্রিলিমিনারিতেই কোটা পদ্ধতি অনুসরণ করে ফল প্রকাশ করায় ভালো পরীক্ষা দেয়ার পরও কেউ কেউ বাদ পড়ে গেছেন বলে বিক্ষুব্ধদের অভিযোগ।

আগে চূড়ান্ত পরীক্ষার সময়ই কোটা অনুসরণ করে ফল প্রকাশ হতো।

এবার প্রিলিমিনারি পরীক্ষায় ২ লাখ ২১ হাজার পরীক্ষার্থী অংশ নিয়েছিল, যার মধ্যে উত্তীর্ণ হয় ১২ হাজার ৩৩ জন। সেই হিসাবে উত্তীর্ণের হার ৫ দশমিক ৪৩ শতাংশ।