সংবাদকর্মীদের বেতন ৭০% বৃদ্ধির সুপারিশ

সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর কর্মীদের জন্য বেতন গড়ে ৭০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে তথ্য মন্ত্রণালয় গঠিত অষ্টম মজুরি বোর্ড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 June 2013, 11:36 PM
Updated : 5 August 2013, 08:08 AM

ফাইল ছবি

তথ্যমন্ত্রীর সহকারী একান্ত সচিব মুহাম্মদ আব্দুল্লাহিল কাইয়ুম জানান,  বোর্ডের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি ও প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি কাজী এবাদুল হক রোববার সকালে মন্ত্রণালয়ে তাদের সুপারিশ জমা দেন।

কাইয়ুম জানান, বোর্ডের সুপারিশে সংবাদকর্মীদের মূল বেতন আগের তুলনায় গড়ে ৭০ শতাংশ বৃদ্ধি এবং মূল বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে অন্যান্য সুবিধা দেয়ার প্রস্তাব করা হয়েছে।

সপ্তম ওয়েজ বোর্ডে সংবাদপত্রের প্রচারসংখ্যা ও আয়ের ভিত্তিতে তিনটি ক্যাটাগরিতে বেতন কাঠামো নির্ধারণ করা হলেও অষ্টম ওয়েজ বোর্ড পাঁচটি ক্যাটাগরি প্রস্তাব করেছে। 

সংবাদপত্র ও বার্তা সংস্থাগুলোর কর্মীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে গত বছর ১৮ জুন এই ওয়েজ বোর্ড গঠন করে সরকার। এরপর অক্টোবরে আসে ৫০ শতাংশ মহার্ঘ্যভাতার ঘোষণা, যা ২০১২ সালের ১ জুলাই থেকে কার্যকর করতে বলা হয়।

বোর্ডকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দিতে বলা হলেও তাদের প্রতিবেদন মন্ত্রণালয়ে এলো এক বছর পর।