রাজীব হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ হায়দার হত্যাকাণ্ডে গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে পেয়েছে গোয়েন্দা ‍পুলিশ।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2013, 06:12 AM
Updated : 2 March 2013, 06:12 AM

হত্যাকাণ্ডের ১৫ দিন পর গ্রেপ্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এই পাঁচ ছাত্রকে শনিবার ঢাকার আদালতে পাঠিয়ে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক মাঈনুল ইসলাম।

তিনি প্রত্যেককে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে সময় চাইলেও ঢাকার মহানগর হাকিম তানবীর আহম্মেদ সাত দিন হেফাজতের আদেশ দেন।

এই পাঁচজন হলেন- ফয়সাল বিন নাইম (২২), মাকসুদুল হাসান (২৬), এহসানুর রেজা রোমান (২৩), নাঈম সিকদার (১৯) ও নাফিস ইমতিয়াজ (২২)।

জিজ্ঞাসাবাদের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, রাজীব হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত। যেদিন রাজীব খুন হন, সেদিন এই আসামিরা শাহবাগ চত্বর থেকে তাকে অনুসরণ করতে থাকেন।

রাজীব হত্যাকাণ্ডে এই আসামিদের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে জানিয়ে তথ্যের জন্য আরো জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে আবদনে উল্লেখ করা হয়।

জিজ্ঞাসাবাদের আবেদনের শুনানিতে আসামি পক্ষে কোনো আইনজীবী ছিল না।

ফয়সালের বাসা ঢাকার মাতুয়াইলে, মাকসুদের কেরানীগঞ্জে, রোমানের ঝিনাইদহে, নাঈমের ব্রাহ্মণবাড়িয়ায় এবং নাফিসের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে।

গত ১৫ ফেব্রুয়ারি শাহবাগ আন্দোলনের কর্মী স্থপতি রাজীবকে রাজধানীর মিরপুরে তার বাড়ির সামনে কুপিয়ে হত্যা করা হয়।