তৃষা হত্যা: দণ্ড কমলো ৩ আসামির

গাইবান্ধার স্কুলছাত্রী সাদিয়া সুলতানা তৃষা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল আংশিক মঞ্জুর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 June 2012, 05:39 AM
Updated : 3 June 2012, 05:39 AM
ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার স্কুলছাত্রী সাদিয়া সুলতানা তৃষা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত তিন আসামির আপিল আংশিক মঞ্জুর করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আপিল বিভাগ।
রোববার সকালে প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চে এ রায় হয়েছে।
সাজাপ্রাপ্ত তিন আসামি হলেন মেহেদি হাসান মডার্ন, মোহাম্মদ শাহিন এবং আরিফুল ইসলাম আশা।
২০০২ সালে গাইবান্ধা জেলার মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তৃষা স্কুল শেষে বাড়ি ফেরার পথে তিন বখাটের ধাওয়া খেয়ে স্থানীয় পুকুরে ডুবে মারা যায়। এ ঘটনায় ২০০২ সালের ১৭ জুলাই তৃষার বাবা আবদুস সাত্তার একটি মামলা দায়ের করেন।
পরে একই বছরের ৩০ সেপ্টেম্বর নিু আদালত ওই তিনজনকে মৃত্যুদণ্ড দেয়।
রায়ের বিরুদ্ধে আসামিরা উচ্চ আদালয়ে আপিল করলে মৃত্যুদণ্ড বহাল রাখে আদালত। এরপর আসামিরা আপিল বিভাগে আপিল করলে শুনানির পর রোববার আদালত সাজা কমিয়ে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেয়।
এদিন আদালতে আসামিদের পক্ষে শুনানি পরিচালনা করেন খন্দকার মাহবুব হোসেন ও খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাজিক আল জলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৭৩১ ঘ.