ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কলকাতায় অনুষ্ঠিতব্য বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের একটি প্রতিনিধি দল কলকাতার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুল হক ২০ সদস্যের এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।
প্রতিনিধিদলটি ১৬ ডিসেম্বর বিজয় স্মারকে পুষ্পস্তবক অর্পন করবে। সেখানে ভারতীয় সেনাবাহিনীর ইষ্টার্ন কমান্ড আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এনামুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখাবেন।
তিনি কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশন আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। দিবেন বলেও তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে রয়েছেন মেজর জেনারেল (অব.) এম. আজিজুর রহমান বীর উত্তম, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব, মেজর জেনারেল (অব.) জীবন কান্তি দাস, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ জে এম আমিনুল হক বীর উত্তম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাফী এম মাহবুব, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) কে এম আবু বকর বীর প্রতীক, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক আবেদ খান এবং মেজর (অব.) এএসএম শামসুল আরেফিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১৫১ ঘ.