সোনারগাঁওয়ে দুই পাউন্ড সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউ টাউন এলাকার প্রতাবচর থেকে শুক্রবার রাতে দুই পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব। গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এরা হলেন- বাবলা (৩০), সাইদুর রহমান (৩৯), মাহবুবুর রহমান (৩০) ও রজব মিয়া (২৬)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2009, 08:31 AM
Updated : 25 July 2009, 08:31 AM
নারায়ণগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মেঘনা নিউ টাউন এলাকার প্রতাবচর থেকে শুক্রবার রাতে দুই পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে র‌্যাব।
গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। এরা হলেন- বাবলা (৩০), সাইদুর রহমান (৩৯), মাহবুবুর রহমান (৩০) ও রজব মিয়া (২৬)।
এদের থানায় সোর্পদ করা হয়েছে। এ ব্যাপারে র‌্যাব-১০ এর উপসহকারী পরিচালক (ডিএডি) শফিউল্লাহ বাদী হয়ে একটি মামলা করেছেন বলে জানিয়েছেন সোনারগাঁও থানার উপ-পরিদর্শক মো. শাহীন।
তিনি জানান, শুক্রবার রাতে প্রতাবচর এলাকার বাবলার বাড়িতে ক্রেতা সেজে র‌্যাব-১০ সদস্যরা সাপের বিষ কিনতে যায়। দরদাম শেষে বাবলা তার বাড়ি থেকে দুই পাউন্ড ওজনের সাপের বিষ নিয়ে বের হলে র‌্যাব সদস্যরা তাকে ঘিরে ফেলে। এ সময় বাবলার সহযোগী সাইদুর রহমান, রজব মিয়া ও মাহবুবুর রহমানকেও গ্রেপ্তার করা হয়।
উদ্ধার করা সাপের বিষের বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা বলে এসআই শাহীন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৪৪ ঘ.