দুই জেনারেল অবসরে, ৯ম ডিভিশনে নতুন জিওসি

সেনাবাহিনীর শীর্ষ দুই জেনারেলকে অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া সাভারভিত্তিক গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জিওসি বদল করা হয়েছে। (সংশোধনীসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2009, 01:50 PM
Updated : 12 March 2009, 01:50 PM
ঢাকা, মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেনাবাহিনীর শীর্ষ দুই জেনারেলকে অবসরে পাঠিয়েছে সরকার। এছাড়া সাভারভিত্তিক গুরুত্বপূর্ণ নবম পদাতিক ডিভিশনের জিওসি বদল করা হয়েছে। (সংশোধনীসহ)
উচ্চপদস্থ একটি সূত্র জানায়, ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) কম্যান্ডেন্ট লে. জেনারেল আমিনুল করিম ও বিআইআইএসএস'র চেয়ারম্যান মেজর জেনারেল ফাতমি আহমেদ রুমিকে অবিলম্বে অবসরে পাঠানো হয়েছে।
ওই সূত্র জানায়, আদেশটি বুধবার জারি করা হয়েছে।
বর্তমানে স্টাফ কলেজের প্রধান মেজর জেনারেল ইকবাল করিম ভূইয়া সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আসহাব উদ্দিনের স্থলাভিষিক্ত হচ্ছেন।
জেনারেল আসহাব উদ্দিনকে স্টাফ কলেজের প্রধান নিয়োগ করা হয়েছে।
আমিনুল করিম মাত্র গত বছর লে. জেনারেল পদে উন্নীত হন এবং তাকে এনডিসি'র কম্যান্ডেন্ট করা হয়। তিনি ১৯৭৫ সালে বের হওয়া দ্বিতীয় শর্ট সার্ভিস কমিশনের ক্যাডেট।
নবম পদাতিক ডিভিশনের সাবেক জিওসি আমিনুল করিম এনডিসি'র দায়িত্ব নেওয়ার আগে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সামরিক সচিব হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
জেনারেল রুমি স