স্বপ্নের পদ্মা সেতুর বহুল প্রতীক্ষিত উদ্বোধন উপলক্ষে আনন্দ উদযাপনের ছোঁয়া লেগেছে রাজধানী ঢাকার স্থাপনাগুলোতে।
Published : 24 Jun 2022, 11:45 PM
শহরবাসীর উন্মুক্ত বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত হাতিরঝিল দেশের বৃহত্তম এ সেতু উদ্বোধনের আগে সেজেছে আলোকসজ্জা আর ব্যানার ফেস্টুনে। পাশাপাশি এলইডি বাতি, ফোয়ারা বসিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করা হয়েছে।
রাজধানীর সড়কগুলোতেও সেতু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার, ফেস্টুন দেখা গেছে। গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও দেখা গেছে আলোক সজ্জা।
শনিবার সকালে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে দীর্ঘদিনের প্রচেষ্টা আর সমালোচনার ঝড় সামলে নির্মাণ করা পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর সেতুর দক্ষিণপ্রান্তে গিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে আয়োজিত সমাবেশে অংশ নেবেন তিনি।
হাতিরঝিলে সেতু বিভাগের আয়োজনে নানা রঙের ব্যানার, ফেস্টুন, প্লে-কার্ড টাঙানো হয়েছে। বর্ণিল এলইডিতে ছেয়ে গেছে পুরো এলাকা; রঙিন আলোয় নতুন রূপ পেয়েছে ঝিলের পানি।
সেতু বিভাগের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাতিরঝিলের পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানেও আলোকসজ্জা, আতশবাজিসহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের আয়োজন থাকছে। ঢাকার জেলা প্রশাসন এসব আয়োজনের দায়িত্বে রয়েছে।
শুক্রবার বিকালে হাতিরঝিল এলাকায় বেড়াতে আশা গৃহিণী আলেয়া বলেন, শুধু হাতিরঝিল নয়; সারা নগরীতেই সেতুর উদ্বোধনের আমেজ বয়ে যাচ্ছে।