ঢাকায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন

প্রায় এক হাজার মানুষের যোগানুশীলনের মধ্য দিয়ে ঢাকায় অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস (আইওয়াইডি) উদযাপন করেছে ভারতীয় হাই কমিশন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2022, 06:20 PM
Updated : 21 June 2022, 06:20 PM

ঢাকায় ভারতীয় হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে ছিল এই আয়োজন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, চলচ্চিত্র অভিনেতা, গায়কসহ বিভিন্ন সেলিব্রিটি অনুশীলনে অংশ নেন।

ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা নানান ধরনের যোগ এবং যোগাসন প্রদর্শন করে।

এছাড়াও, অন্যান্য যোগ সংস্থা এবং ইনস্টিটিউটও আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।