১৮ ঘণ্টায় আইসিডিআর,বিতে আরও ৯৫৪ ডায়রিয়া রোগী

চৈত্রের গরমের মধ্যে রাজধানীতে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 March 2022, 03:56 PM
Updated : 27 March 2022, 03:56 PM

এ রোগের বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) ঢাকা হাসপাতালে অস্থায়ী ছাউনি করে রোগীদের চিকিৎসা দিতে হচ্ছে।

শনিবার রাত ১২টা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৮ ঘণ্টায় এ হাসপাতালে ৯৫৪ জন রোগী ডায়রিয়া নিয়ে ভর্তি হয়েছেন।

আইসিডিডিআর,বির গণমাধ্যম ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান জানান, এর আগের দিন শনিবার সারা দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন ১ হাজার ২৪৫ জন রোগী।

১৫ মার্চের পর থেকেই আইসিডিডিআর,বি হাসপাতালে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়তে শুরু করে।

১৬ মার্চ ১ হাজার ৫৭ জন রোগী এ হাসপাতালে ভর্তি ছিলেন। ২১ মার্চ রোগীর সংখ্যা পৌঁছে যায় ১ হাজার ২১৬ জনে।

ঢাকার মহাখালীতে আইসিডিডিআর,বি হাসপাতালে রোববার ভর্তি ডায়রিয়া আক্রান্ত রোগীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

এরপর ২২ মার্চ রেকর্ড এক হাজার ২৭২ জন রোগী পানিবাহিত এই রোগের চিকিৎসা নিতে হাসপাতালে আসেন।

আইসিডিডিআর,বি হাসপাতালের প্রধান ডা. বাহারুল আলম বলেন, এবার প্রাপ্তবয়স্ক রোগীর সংখ্যাই বেশি, শিশুদের সংখ্যা তুলনামূলকভাবে কম।

“আমরা ধারণা করছি, কোভিড কমে যাওয়ায় মানুষ বেপরোয়া হয়ে গেছে। হাত ধোয়ার অভ্যাসটা একদমই কমে গেছে। এটা আমার মনে হয় একটি বড় কারণ।”

জীবাণুর রোগতত্ত্বগত আচরণের কারণেও রোগী বাড়তে পারে জানিয়ে ডা. বাহারুল বলেন, “সেটা গবেষণা ছাড়া বলা যায় না।”

হাসপাতালে আসা রোগীদের অধিকাংশই ২৪ ঘণ্টার মধ্যে চিকিৎসা নিয়ে বাসায় চলে যাচ্ছেন। তবে যাদের তীব্রতা বেশি, তাদের হাসপাতালে রেখে চিকিৎসা দিচ্ছে আইসিডিডিআর,বি।

গরমে ডায়রিয়া থেকে বাঁচতে বাইরের খোলা খাবার পরিহার করা, পর্যাপ্ত পানি পান করা ও হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক বাহারুল আলম।