স্ত্রীকে খুন, ২২ বছর পর ধরা দণ্ডপ্রাপ্ত স্বামী

দিনাজপুরে স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক ব্যক্তিকে ২২ বছর পর গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2022, 08:18 AM
Updated : 24 March 2022, 08:18 AM

বুধবার রাত সাড়ে ১২টার দিকে ঢাকার খিলক্ষেতের বড়ুয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশের এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

৫৫ বছর বয়সী আনোয়ার হোসেন নামের ওই ব্যক্তির বাড়ি দিনাজপুরের ফুলবাড়ীর রাজারামপুরে। ২০০০ সালে দ্বিতীয় স্ত্রী আলতাফুন ওরফে আলতা বেগমকে (২৫) খুনের অভিযোগে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছিল।

এটিইউ’র বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০৫ সালে ওই মামলার রায়ে আনোয়ারকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়। কিন্তু গ্রেপ্তার এড়াতে নাম-পরিচয় গোপন করে ঢাকার খিলখেতে আনোয়ার ‘স’ মিলে কাজ করে আসছিলেন তিনি।

শেষ পর্যন্ত পুলিশের এটিইউ শাখা এবং দিনাজপুর জেলা পুলিশ যৌথ অভিযানে তিনি ধরা পড়েন।