তদন্ত সংস্থার অনুসন্ধানে তা দুর্ঘটনা হলেও ৩২৮ পৃষ্ঠার সংকলনটিকে ‘হত্যাকাণ্ডের ডকুমেন্টারি এভিডেন্স’ বলে দাবি করছে পরিবার।
শিক্ষার্থীদের দাবির মধ্যে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমানের স্বাক্ষরিত নোটিসে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এসব পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়েছে।
সব পরীক্ষার পরিবর্তিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত শুক্রবার সরকার থেকে দুই সপ্তাহের জন্য সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণা আসলে জাতীয় বিশ্ববিদ্যালয়ও নোটিস দিয়ে ক্লাস ও পরীক্ষা স্থগিত করে দেয়।