বিশ্ব শান্তি সম্মেলন ঘিরে পিঠা উৎসব

শীতের পিঠাপুলিতে বাঙালিদের রসনা বিলাসের ঐতিহ্য বেশ পুরনো; কিন্তু বিদেশি অতিথিদের সামনে জন্য মুখরোচক এই খাবার নিয়ে আসে ভিন্ন রকমের অভিজ্ঞতা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Dec 2021, 06:11 PM
Updated : 5 Dec 2021, 06:11 PM

বিশ্ব শান্তি সম্মেলনে আসা বিদেশি অতিথিদের বাঙালি ঐতিহ্যের সঙ্গে পরিচিত করাতে পররাষ্ট্র মন্ত্রণালয় তাই বেছে নিয়েছে সময়োপযোগী এমন আয়োজনের।

রোববার দু’দিন ব্যাপী শান্তি সম্মেলনের শেষাংশে তাই আয়োজন ছিল পিঠা উৎসবের। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে ওই উৎসবের উদ্বোধন করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

একইসাথে তিনি উদ্বোধন করেন শিল্পকর্ম প্রদর্শনীর, যেখানে স্থান পেয়েছে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের চিত্রকর্মও।

বিশ্ব শান্তির অন্বেষার পথ নির্দেশ করতে ঢাকায় দু’দিনের শান্তি সম্মেলন আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

বৈষম্য ও যুদ্ধবিবাদহীন বিশ্ব কামনায় ঢাকায় ঘোষণার মধ্য দিয়ে রোববার এই সম্মেলন শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দু’দিনের সম্মেলনে পঞ্চাশের বেশি অতিথি সরাসরি অংশ নেন। এছাড়া মহামারীকালের এই আয়োজনে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন অনেকে।

শান্তি সম্মেলনের প্রথম দিন আর্ট ক্যাম্পের আয়োজন করা হয়। আর্ট ক্যাম্প থেকে পাওয়া শিশুদে চিত্রকর্ম নিয়ে হয়েছে প্রদর্শনী।

প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন উপস্থিত ছিলেন।