শাকিলের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন জমা পড়েনি, নতুন তারিখ

একাত্তর টেলিভিশনের বার্তা প্রধান শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণ ও ভ্রুণ হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2021, 12:34 PM
Updated : 23 Nov 2021, 12:34 PM

শাকিল আহমেদ।

মঙ্গলবার এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ঠিক ছিল। কিন্তু তদন্ত কর্মকর্তা তা দিতে না পারায় আগামী ১২ ডিসেম্বর তা দাখিলের নতুন তারিখ ধার্য করেন ঢাকার মহানগর হাকিম বেগম ইয়াসমিন আরা।

গুলশান থানার (নারী-শিশু) আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা মো. তারিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

গত ৪ নভেম্বর এক নারী চিকিৎসক গুলশান থানায় শাকিল আহমেদের বিরুদ্ধে মামলাটি করেন।

ওই নারীর অভিযোগ, চাকরির জন্য সাত-আট মাস আগে তিনি শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়।

এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তুলেছিলেন দাবি করে ওই নারী বলেন, তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি।

শাকিল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে আসছেন, তিনি ‘ষড়যন্ত্রের’ শিকার।

এই মামলায় শাকিল ইতোমধ্যে হাই কোর্ট থেকে আগাম জামিন নিয়েছেন।