ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক কারাগারে

রাজধানীর পল্টন থানায় দ্রুত বিচার আইনে দায়ের করা এক মামলায় ছাত্রদলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Oct 2021, 01:12 PM
Updated : 19 Oct 2021, 01:12 PM

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মঈনুল ইসলামের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সাত্তার।

শুনানি শেষে আদালত জামিন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী বিপ্লব সরকার এসব তথ্য জানান।

মামলার শুরু থেকেই পলাতক ছিলেন ছাত্রদল নেতা সাত্তার। তার পক্ষে জামিনের শুনানি করেন আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার।

২০১৭ সালের ২ এপ্রিল কাজী মহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ী তৎকালীন ছাত্রদলের সভাপতি রাজিব আহসান, সাধারণ সম্পাদক আকরামুল হাসানসহ ১১ জনের বিরুদ্ধে মিছিল থেকে গাড়ি ভাংচুরের অভিযোগে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।

মামলায় তিনি অভিযোগ করেন, পল্টন মডেল থানাধীন স্কাউট মার্কেটে তার পুরাতন গাড়ী ক্রয় বিক্রয়ের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। ওই বছরের ২ এপ্রিল সকালে তার নিজের ব্যবহার করা মাইক্রোবাসটি মার্কেটের সামনে রাখা ছিল। ওইদিন বেলা সাড়ে ১২টার দিকে পল্টন বিএনপি কার্যালয়ের সামনে আসামিসহ বিএনপি, ছাত্রদল ও অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা মিছিল বের করে গাড়ি ভাংচুর শুরু করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

এরপর মিছিলটি ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিক চলে যায়। মিছিলের একটি অংশে থাকা আসামিরা বাদীর গাড়িসহ ২/৩টি গাড়ি ভাংচুর করে বলে অভিযোগ করা হয়।

পুলিশ ওই সময় অহি আহম্মেদ, আল-আমিন, শহিদুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করে।

মামলাটি তদন্ত করে ১০ দিন পর ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন পল্টন মডেল থানার এসআই (নি.) শামীম আকতার।

অপর আসামিরা হলেন- ছাত্রদলের তৎকালীন জ্যেষ্ঠ সহসভাপতি মামুনুর রশিদ মামুন, সহসভাপতি সাদিউল কবির নিরব ও এজমল হোসেন পাইলট, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও ইকবাল

মামলাটি বর্তমানে সাক্ষ্য গ্রহণের পর্যায়ে রয়েছে।