কুমার নদের তীরে ফরিদপুরের একটি উপজেলা ভাঙ্গা। ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে সেই ভাঙ্গার মোড়ে এসেই আপাতত থেমেছে দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। পদ্মা সেতু আর এক্সপ্রেসওয়ের কল্যাণে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় এই প্রবেশ দুয়ার পেয়েছে দৃষ্টিনন্দন রূপ।
কথা ছিল সচিবালয় ও আশেপাশের এলাকাকে ‘নীরব’ করে হাত দেওয়া হবে নগরীর অন্য এলাকায়। প্রাধান্য পাবে হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান আছে, এমন এলাকা। কিন্তু ‘বিসমিল্লায় গলদে’ আটকে গেছে বাকি সব কাজ।