আইসিসিআরের ভিডিও ব্লগিংয়ে তৃতীয় হেলালী

ভারতীয় সাংস্কৃতিক সম্পর্ক পরিষদ (আইসিসিআর) পরিচালিত গ্লোবাল ভিডিও ব্লগিং প্রতিযোগিতায় পুরস্কার জিতেছেন বাংলাদেশি তরুণ মনসিফ হেলালী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 June 2021, 07:20 PM
Updated : 13 June 2021, 07:20 PM

যোগের বিভিন্ন অঙ্গবিন্যাসে অসাধারণ দক্ষতার জন্য যুব বিভাগে তৃতীয় স্থান অর্জন করেছেন তিনি।

রোববার ঢাকায় ভারতীয় হাই কমিশনে তার হাতে পুরস্কার তুলে দেন দেশটির হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী।

’আমার জীবন আমার যোগ’ প্রতিপাদ্যের প্রতিযোগিতায় এক হাজার মার্কিন ডলার জিতেছেন হেলালী।

কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সুস্বাস্থ্য বজায় রাখতে যোগের ক্রমবর্ধমান আগ্রহকে সামনে রেখে ২০২০ সালের জুনে ওই ভিডিও ব্লগিং প্রতিযোগিতা শুরু করেছিল আইসিসিআর।

প্রতিযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা বিপুল সংখ্যক ভিডিও আপলোড করে। পরিসংখ্যানে দেখা গেছে, সর্বাধিক সংখ্যক অংশগ্রহণ ছিল বাংলাদেশ থেকে।

ভারতীয় হাই কমিশন জানিয়েছে, হেলালী গত ১১ বছর ধরে যোগ অনুশীলন করছেন। এই তরুণ জনস্বাস্থ্য এবং সামাজিক সম্প্রীতিতে অবদান রাখতে চান।