সিলেটে মৃদু ভূকম্পন

সিলেট এলাকায় মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকও সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 May 2021, 06:17 AM
Updated : 29 May 2021, 11:02 AM

শনিবার সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১। এরপর দুপুর অবধি আরও কয়েকবার ভূকম্পন হয়।

ভূমিকম্পের ঝাঁকুনির ফলে সিলেট শহরে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকেই উঁচু ভবন থেকে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদপ্তরের সিলেটের প্রধান আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট অঞ্চলের বাংলাদেশ-ভারত সীমান্ত সংলগ্ন জৈন্তাপুর এলাকায়।

ঢাকা থেকে ১৯৬ কিলোমিটার উত্তর পূর্বে এর ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল বলে জানিয়েছেন ঢাকার ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা মমিনুল ইসলাম।

ঢাকা বিশ্ববিদ্যালয় আর্থ অবজারভেটরির তত্ত্বাবধায়ক ও শহীদুল্লাহ্ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মৃদু মাত্রার এই ভূমিকম্পের উৎস সিলেটের জৈন্তার লালাখাল সংলগ্ন এলাকা।

“মেঘালয় সীমান্তবর্তী সক্রিয় ডাউকি ফল্টের পূর্বপ্রান্ত ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।”

সর্বশেষ গত ২৮ এপ্রিল আসামে ৬ মাত্রার ও ১৮ এপ্রিল চট্টগ্রাম-কক্সবাজার ও মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় ৫ মাত্রার ভূকম্পন অনুভূত হয়।