যুক্তরাষ্ট্রের শিক্ষার্থী ভিসার জটিলতা নিরসনের আহ্বান মোমেনের

যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা জটিলতা নিরসনের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 May 2021, 12:39 PM
Updated : 7 May 2021, 12:39 PM

শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলারের সঙ্গে সাক্ষাতে এই আহ্বান জানান মন্ত্রী।

দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়ে আসা মোমেন রাষ্ট্রদূতকে বলেন, ভিসা সাক্ষাৎকারের তারিখের জন্য বেগ পেতে হচ্ছে অনেক বাংলাদেশি শিক্ষার্থীকে। বিলম্বের কারণে অনেকের ভর্তি কিংবা শিক্ষাবৃত্তি বাতিল হয়ে যেতে পারে।

জবাবে রাষ্ট্রদূত মিলার মন্ত্রীকে বলেন, লকডাউন পরিস্থিতির কারণে অনেক ভিসা সাক্ষাৎকার বাতিল করতে হয়েছে। লকডাউন শেষ হলে শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাৎকারের সময় দেওয়া হবে, যাতে তারা যথাসময়ে যুক্তরাষ্ট্রে গিয়ে পড়াশোনা শুরু করতে পারে।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে সাক্ষাৎ করেন রাষ্ট্রদূত মিলার। করোনাভাইরাস মোকাবেলায় যুক্তরাষ্ট্রের অব্যবহৃত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়া ছিল ওই বৈঠকের মূল আলোচ্য বিষয়।