ফার্মেসি থেকে ওষুধ ও টাকা চুরি: গ্রেপ্তার ৩

করোনাভাইরাস মহামারীর সময়ে ফার্মেসিসহ বিভিন্ন দোকানে সংঘবদ্ধ চুরির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2021, 06:28 PM
Updated : 11 April 2021, 06:28 PM

এরা হলেন- মোঃ মনির (৩৫), সাইফুল ইসলাম তাজু (৪২) এবং মোঃ মিন্টু (৪৫)।

শনিবার রাত ২টা থেকে অভিযান চালিয়ে তাদের তিনজনকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ, ডেমরা এবং ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৮ লাখ টাকা মূল্যের একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি ঢাকা মেট্রো-পূর্বের বিশেষ পুলিশ সুপার কানিজ ফাতেমা জানান, গ্রেপ্তাররা গত ৭ ডিসেম্বর রাত ১টা থেকে ভোর ৫টার মধ্যে যে কোনো সময়ে ঢাকার শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার জারিয়া ফামের্সী নামের একটি ওষুধের দোকানের তালা ভেঙে দোকানে ঢুকে ওষুধ বিক্রির নগদ এক লাখ পঁচাত্তর হাজার টাকাসহ দোকানে থাকা ১৬ লাখ টাকা মূল্যের বিভিন্ন কোম্পানির ওষুধ চুরি করে।

কানিজ ফাতেমা জানান,  আসামিরা রাতের বেলা পিক-আপ চালিয়ে ঢাকা মহানগর এলাকার বিভিন্ন মার্কেট ও দোকান পর্যবেক্ষণ করে এবং কোন দোকানে চুরি কিংবা ডাকাতি করবে তা ঠিক করে সুবিধাজনক জায়গায় বিভিন্ন দোকানের তালা ভেঙ্গে দোকানে থাকা নগদ টাকা ও বিভিন্ন পণ্য চুরি করে তাদের অন্যান্য সহযোগীদের মাধ্যমে বিভিন্ন জায়গায় বিক্রি করে।

গ্রেপ্তারদের বিরুদ্ধে শাহজাহানপুর থানাসহ ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় মামলা রয়েছে বলে জানান কানিজ ফাতেমা।