ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বর

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পুরনো নম্বর আর সচল থাকবে না। রোববার থেকে নতুন নম্বর চালু হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 April 2021, 12:26 PM
Updated : 10 April 2021, 12:26 PM

নতুন নম্বর ০২-২২৩৩৫৫৫৫৫। রোববার সকাল ১১টা থেকে এই নম্বরে ফোন করে মানুষ সেবা নিতে পারবেন।

আগের ৯৫৫৫৫৫৫ নম্বরটি বন্ধ হয়ে যাবে নতুন নম্বর চালুর সঙ্গে সঙ্গে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার সকাল ১১টা থেকে নিয়ন্ত্রণ কক্ষের আগের নম্বরটি আর চালু থাকবে না।

আগের নম্বর বন্ধ করার বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বরে ফোন করে একসঙ্গে ছয়জন কথা বলতে পারবেন।

“আগের নম্বরে কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমি কথা বলছি, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। অথবা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না।“

নতুন নম্বরটিতে এই সমস্যা হবে না আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন নম্বরের বিষয়ে 'এসএমএস' করে জনসাধারণকে জানানো হয়েছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অন্যান্য নম্বর অপরিবর্তিত থাকবে বলে জানান লিমা খানম।