সহকর্মীর স্ত্রীর মিউজিক ভিডিও উদ্বোধন করলেন ডিএমপি কমিশনার

ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জীর স্ত্রী শর্মীলা চ্যাটার্জীর গাওয়া একটি মিউজিক ভিডিও উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। 

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Feb 2021, 01:49 PM
Updated : 24 Feb 2021, 01:49 PM

বুধবার বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার।

রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া’ শিরোনামের মিউজিক ভিডিও'তে কণ্ঠ দেওয়ার পাশাপাশি মডেল হিসেবে অভিনয় করেছেন শর্মীলা চ্যাটার্জী ও উপ-কমিশনার শ্যামল কুমার মুখার্জী।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, “রবীন্দ্র সঙ্গীত ও নজরুল সঙ্গীত গাওয়া খুব কঠিন একটা বিষয়। আধুনিক গান ভিন্নভাবে গাওয়ার সুযোগ থাকলে নজরুল ও রবীন্দ্র সঙ্গীত চাইলেই ভিন্নভাবে গাওয়ার সুযোগ নেই। তাদের সুর করা বেসিক জায়গায় থেকে গাওয়া খুব কঠিন। আশা করি, এটা খুব ভালো উদ্যোগ। এ চর্চাটা অব্যাহত থাকবে, সেই কামনা করি।”

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিএমপির উপ-কমিশনার (অর্থ) শ্যামল কুমার মুখার্জী। শুভেচ্ছা বক্তব্য রাখেন শর্মিলী চ্যাটার্জী। মিউজিক ভিডিওটি পরিচালন করেছেন এএইচ তুর্য।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম, গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার হাফিজ আক্তার, ডিএমপির অতিরিক্ত কমিশনার (অ্যাডমিন) মীর রেজাউল আলম, ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) কৃষ্ণ পদ রায় উপস্থিত ছিলেন।