রাজধানীতে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার

রাজধানীর দারুস সালাম এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির একটি অংশের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Jan 2021, 10:51 AM
Updated : 24 Jan 2021, 10:51 AM

গ্রেপ্তার মিনহাজ হোসেন (৩৮) নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে জানান ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার ওয়ালিদ হোসেন জানান।

শনিবার সন্ধ্যায় দারুস সালাম থানার কোনাবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেপ্তার করে।

ওয়ালিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আন্তর্জাতিক উগ্রবাদী সংগঠন হায়াত তাহরীর আল শামের (এইচটিএস) এর সদস্যদের সঙ্গে তার যোগাযোগ রয়েছে বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

“সে ও তার পলাতক সহযোগীরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের আদর্শে উজ্জীবিত হয়ে ঢাকা শহরে নাশকতা সৃষ্টির পরিকল্পনার জন্য ঘটনাস্থলে মিলিত হয়েছিল।”

তিনি বলেন, মিনহাজ বংশানুক্রমে বাংলাদেশের নাগরিক। কিশোর বয়সেই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে পাকিস্তান যান। পাকিস্তান থেকে সপরিবারে যুক্তরাষ্ট্রে যান।

বিভিন্ন সময়ে তিনি মালয়েশিয়া, ব্রুনাই ও পাপুয়া নিউগিনিসহ একাধিক দেশ ভ্রমণ করার পর ২০১৭ সালে বাংলাদেশে ফিরে আসেন।

তার বিরুদ্ধে দারুস সালাম থানায় মামলা  হয়েছে বলে তিনি জানান।