মধু দা’র ভাস্কর্য ভাঙায় জড়িতদের গ্রেপ্তার দাবি
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Dec 2020 02:10 AM BdST Updated: 04 Dec 2020 02:10 AM BdST
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের সামনে ‘মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য’র একটি অংশ যারা ভেঙেছে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।
বৃহস্পতিবার রাতে ওই ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে এই দাবি জানান মুক্তিযুদ্ধ মঞ্চের নেতারা।
বুধবার সন্ধ্যায় মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য’র একটি কান ভেঙে পাশে পড়ে থাকতে দেখা যায়।
পরে রাতেই ভাস্কর্যটি সংস্কার করা হয়। তবে ভাস্কর্যটি কীভাবে ভেঙেছে, তা উদঘাটন করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিষয়টি তদন্তে পুলিশ কাজ করছে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী জানিয়েছেন।
মধুদার ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, “মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ছাত্র রাজনীতির প্রাণকেন্দ্র মধুর ক্যানটিনে অবস্থিত শহীদ মধুসূদন দের ভাস্কর্য ভাঙ্গার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে মুক্তিযুদ্ধ মঞ্চ। অবিলম্বে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”
মঞ্চের সাধারণ সম্পাদক মো. আল মামুন বলেন, “সম্প্রতি ধর্ম ব্যবসায়ী মৌলবাদী অপশক্তি কর্তৃক শান্তির ধর্ম ইসলামের অপব্যাখ্যা দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। স্বাধীনতাবিরোধী এই সাম্প্রদায়িক অপশক্তিকে অবিলম্বে রুখে দিতে হবে। মৌলবাদী অপশক্তি কর্তৃক ভাস্কর্য ভেঙে ফেলার হুমকি ও মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত শহীদ মধুসূদন দের ভাস্কর্য ভেঙে ফেলার অপচেষ্টা একই সূত্রে গাঁথা। এদেরকে দ্রুত খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মধুর ক্যানটিনে অবিলম্বে সিসি ক্যামেরা স্থাপন করতে হবে।”
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের সময় শহীদ মধুসূদন দের ছেলে অরুণ কুমার দে, মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি কামরুজ্জামান রাজু, নাজির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
-
পঞ্চম-অষ্টমের সমাপনী বাতিলের পরামর্শ ফরাসউদ্দিনের
-
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
-
হুমায়ুন আজাদ হত্যা মামলায় যুক্তিতর্ক শুনানি ফের ৩১ জানুয়ারি
-
রাষ্ট্রপতির সঙ্গে বিইউপি উপাচার্যের সাক্ষাৎ
-
প্রতিবন্ধীদের কোটা পুনর্বহালের দাবি
-
বুড়িমারীতে পুড়িয়ে হত্যা: জামিন হয়নি চার আসামির
-
ফরিদপুর মেডিকেলে যন্ত্রপাতি ‘নষ্টের প্রবণতা’ দেখেছে সংসদীয় কমিটি
-
রাজধানীতে নব্য জেএমবির সদস্য গ্রেপ্তার
-
কোভিড-১৯: টিকার জন্য নিবন্ধন কীভাবে
-
টিকা আসার আগে যা বললেন বেক্সিমকো ফার্মার এমডি
-
পঞ্চম-অষ্টমের সমাপনী বাতিলের পরামর্শ ফরাসউদ্দিনের
-
আইএলএফএসএল চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ স্থগিত
-
কদম ফোয়ারার কাছে নিহত ব্যক্তি ‘ছিনতাইয়ের শিকার’, ধারণা পুলিশের
-
কলকারখানা অধিদপ্তর ও ব্যান্সডকে নতুন মহাপরিচালক
সর্বাধিক পঠিত
- দশম ও দ্বাদশ শ্রেণিতে নিয়মিত ক্লাস, বাকিদের সপ্তাহে ১ দিন
- সাবেক এমপি পেলেন গৃহহীনদের ঘর
- শেষ ম্যাচের একাদশে ‘অল্প পরিবর্তন’
- এশিয়ার ‘মাদক সম্রাট’ আমস্টার্ডামে গ্রেপ্তার
- চট্টগ্রামে নৌকার প্রচারে রিয়াজ-তারিন-অপু-মাহিরা
- টিভি সূচি (রোববার, ২৪ জানুয়ারি ২০২১)
- ফিরোজ রশীদকে ‘মূর্খ’ বললেন শাহরিয়ার কবির
- আলাভেসকে উড়িয়ে জয়ে ফিরল রিয়াল
- এলচেকে হারিয়ে তিনে বার্সা
- ৩০ জানুয়ারি রাতে ইন্টারনেটের গতি হবে ধীর