মাইন্ড এইডের পরিচালক ফাতেমার জামিন নামঞ্জুর

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আনিসুল করিম শিপন হত্যা মামলায় রাজধানীর মাইন্ড এইড হাসপাতালের পরিচালক ফাতেমা খাতুনের জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Nov 2020, 05:08 PM
Updated : 26 Nov 2020, 05:08 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মো. নোমানের আদালতে ফাতেমার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তা নামঞ্জুর করেন।

এর আগে সোমবার ঢাকা মহানগর হাকিম নিভানা খায়ের জেসির আদালতেও ফাতেমার জামিন আবেদন খারিজ হয়।

গত ৯ নভেম্বর মানসিক রোগের চিকিৎসা নিতে ঢাকার আদাবরের মাইন্ড এইড হাসপাতালে গিয়ে নির্যাতনে মৃত্যু ঘটে আনিসুল করিমের। এ ঘটনায় তার বাবার করা হত্যা মামলায় ১৩ নভেম্বর ধানমণ্ডি থেকে হাসপাতালের মালিকদের একজন মনোরোগ চিকিৎসক ফাতেমাকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১৫ নভেম্বর ফাতেমা খাতুনের চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার পরিদর্শক (অপারেশন) ফারুক মোল্লা ফাতেমাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। এরপর থেকে কারাগারে আছেন তিনি।