প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী থাকছেন নীলুফার আহমেদ

নিজের বিশেষ সহকারী নীলুফার আহমেদকে আবারও একই পদে নিয়োগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Nov 2020, 08:23 AM
Updated : 22 Nov 2020, 08:23 AM

নীলুফারকে সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নীলুফার আহমেদ

আগামী ৫ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল পর্যন্ত তিনি এই দায়িত্বে থাকবেন। আগের চুক্তিপত্রের শর্ত অপরিবর্তিত রেখে নতুন করে চুক্তিপত্র করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মহাপরিচালক নীলুফার আহমেদকে গত ২ জানুয়ারি নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন প্রধানমন্ত্রী।

সেই নিয়োগের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন করে তাকে ওই পদেই নিয়োগ দেওয়া হল।

চুক্তিতে ওসমানী মেডিকেলের অধ্যক্ষ থাকছেন ময়নুল হক

এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মাইক্রোবায়োবলজির অধ্যাপক মো. ময়নুল হককে একই পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।

তার অবসরোত্তর ছুটি ও এ সংশ্লিষ্ট সুবিধা বাতিলের শর্তে আগামী ১৮ জানুয়ারি বা যোগদানের তারিখ থেকে চুক্তিতে নিয়োগ দিয়ে রোববার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।