ইরফান সেলিমের সহযোগী দীপু ফের ২ দিনের রিমান্ডে

রাজধানীর কলাবাগানে নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধর ও হত্যাচেষ্টার মামলায় ইরফান সেলিমের সহযোগী এবি সিদ্দিক দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য ফের দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2020, 08:49 PM
Updated : 31 Oct 2020, 08:49 PM

তিন দিনের রিমান্ড শেষে শনিবার দীপুকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। পুনরায় তার পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের এসআই মবিনুল হক।

ঢাকার মহানগর হাকিম মাসুদ-উর-রহমান শুনানি নিয়ে দীপুর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিন আসামির পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

গত ২৭ অক্টোবর দীপুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার আগের রাত সাড়ে ৩টার দিকে টাঙ্গাইল থেকে দীপুকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

গত ২৮ অক্টোবর এ মামলায় ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদুল মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। তার আগে ২৬ অক্টোবর হাজী সেলিমের গাড়িচালক মিজানুর রহমানের এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে ২৮ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২৫ অক্টোবর নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান মোটরসাইকেলে করে কলাবাগান এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় হাজী সেলিমের একটি গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ওয়াসিফ সড়কের পাশে মোটরসাইকেল থামিয়ে গাড়ির সামনে দাঁড়ান এবং নিজের পরিচয় দেন।

তখন গাড়িতে হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার কয়েকজন সহযোগী ছিলেন। তার সহযোগীরা গাড়ি থেকে নেমে ওয়াসিফকে কিল-ঘুষি মারেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় ওয়াসিফের স্ত্রীকেও গালিগালাজ করা হয়।