পুরান ঢাকায় ‘তুচ্ছ ঘটনায়’ যুবক খুন

রাজধানীর চকবাজারে কারখানা শ্রমিক এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2020, 05:43 PM
Updated : 27 Oct 2020, 05:43 PM

নিহত ইলিয়াস হোসেন (২৬) চকবাজারের খাজে দেওয়ান প্রথম লেনে একটি প্লাস্টিক কারখানায় কাজ করতেন। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেখানেই তার উপর হামলা হয় বলে চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) কবির হাওলাদার জানিয়েছেন।

এই ঘটনায় সেলিম রেজা (২৭) নামে তার আরেক সহকর্মী আহত হয়েছেন।

ঘটনা সম্পর্কে আলী আহমেদ প্লাস্টিক কারখানার শ্রমিক মো. আহাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকার কিছু কিশোর তাদের কারখানার সামনে খেলছিলেন। তাদের ‘ওস্তাদ’ সেখানে খেলতে বারণ করেন। এ নিয়ে কিছুটা উত্তেজনা হয়। পরে আবার মিটমাটও হয়ে যায়।

এর কিছুক্ষণ পরেই কয়েকজন কিশোর চাপাতি, লাঠি নিয়ে কারখানার সামনে এসে হৈ চৈ করে। তাদের দেখতে গেলে ইলিয়াস ও সেলিমের ওপর হামলা হয়।

দুইজনকে রাত ৯টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে ইলিয়াসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার বুকের ডান দিকে এবং হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

পরিদর্শক কবির হাওলাদার বলেন, “তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। হত্যাকারীদের গ্রেপ্তারে এরইমধ্যে অভিযান শুরু হয়েছে।”

ইলিয়াসের বাড়ি মাগুরা জেলার সদর উপজেলার ঘোড়ানাথ গ্রামে। তার বাবার নাম গোলাম নবী। দুই ভাই এক বোনের মধ্যে ছোট ইলিয়াস।