চীন থেকে এল ৭টি প্রশিক্ষণ বিমান

বিমানবাহিনীর জন্য চীন থেকে কেনা সাতটি কে-এইটডব্লিউ প্রশিক্ষণ বিমান দেশে এসেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2020, 07:22 PM
Updated : 15 Oct 2020, 07:25 PM

বৃহস্পতিবার চট্টগ্রামের জহুরুল হক বিমান ঘাঁটিতে উড়োজাহাজ সাতটি অবতরণ করে।

আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনীর নিজস্ব বৈমানিকরা চীনের দেহং মাংসি থেকে বিমানগুলোকে উড়িয়ে এনেছেন।

এই ফেরি ফ্লাইট মিশনের নেতৃত্বে ছিলেন বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন এ কে এম আব্দুর রাজ্জাক।

ছবি: আইএসপিআর

বিমানগুলো জহুরুল হক ঘাঁটিতে অবতরণের পর প্রচলিত কায়দায় এগুলোকে অভ্যর্থনা জানানো হয়।

এসময় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিমান সদরের প্রিন্সিপ্যাল স্টাফ অফিসাররাসহ জহুরুল হক ঘাটির এয়ার অধিনায়ক ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিমানবাহিনীতে বর্তমানে বিদ্যমান কে-এইটডব্লিউ প্রশিক্ষণ বিমানের সাথে নতুন ক্রয়কৃত এই সাত বিমানের অন্তর্ভুক্তি বিমানবাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি এ বাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে।”