স্থানীয় সরকার আইন সংস্কারে কমিশন হচ্ছে

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করতে এ সংক্রান্ত আইনগুলো সংস্কারে কমিশন গঠন করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Sept 2020, 04:26 PM
Updated : 27 Sept 2020, 04:26 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি এই কমিশন গঠনের বিষয়ে সম্মতি দিয়েছেন বলে স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের জানিয়েছেন।

বংলাদেশ সচিবালয়

স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো জেলা, উপজেলা, সিটি করপোরেশন, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ আইনের আলোকে কাজ করে। ২০০৯ সালে ওই আইনগুলো করা হয়।

বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে আইনগুলোকে যুগোপযোগী করতে কমিশন মতামত দেবে। আগের আইনে কী কী অসামঞ্জস্যতা রয়েছে সেগুলো চিহ্নিত করবে এই কমিশন। কমিশনের মতামতের ভিত্তিতে আইনগুলো সংশোধন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।

এই কমিশনে কাদেরকে রাখা হবে সে বিষয়ে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে বলে জানান তিনি।

আরেকজন কর্মকর্তা জানান, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে তাদের আইন যুগোপযোগী করতে কী কী সংযোজন-বিয়োজন করা যায় সে বিষয়ে প্রস্তাব পাঠাতে বলা হবে।

ইতোমধ্যে সিটি করপোরেশনগুলোকে ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯’ সংস্কারের বিষয়ে প্রস্তাব দিতে বলা হয়েছে। সব প্রতিষ্ঠানকে এই প্রস্তাব দিতে বলা হবে। পরে তাদের প্রস্তাবগুলো কমিশনের কাছে উপস্থাপন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।