নূরদের বিরুদ্ধে মামলাকারী তরুণীর এবার শাহবাগ থানায় মামলা

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকেও আসামি করে ধর্ষণের মামলাকারী তরুণী সাইবার বুলিংয়ের শিকার হওয়ার অভিযোগ তুলে আরেকটি মামলা করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2020, 02:04 PM
Updated : 24 Sept 2020, 02:04 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী বুধবার ঢাকার শাহবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এই মামলা করেন।

শাহবাগ থানার ওসি মামুন অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেশ কয়েকটি ফেইসবুক আইডির নাম উল্লেখ করে এই মামলা করেছেন তিনি। এটা নূরদের  (ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর) বিরুদ্ধে নয়।”

নয়টি ফেইসবুক আইডি ও একটি ফেইসবুক গ্রুপের নাম উল্লেখ করে মামলাটি করেছেন ওই তরুণী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে চরিত্র হননের অভিযোগে এর আগে মঙ্গলবার কোতোয়ালি থানায়ও ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন তিনি।

তার আগে রোববার লালবাগ থানায় ধর্ষণের মামলাটি করেন তিনি। তাতে প্রধান আসামি করা হয় সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর উত্তীর্ণ হাসান আল মামুনকে।

সহযোগী হিসেবে ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নূরের সঙ্গে আরও দুই যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮) ও সাইফুল ইসলাম (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি নাজমুল হুদা (২৫) ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবদুল্লাহ হিল বাকিকেও (২৩) আসামি করা হয়।

এরপর কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায়ও নূরদের আসামি করা হয়।

তবে এই মামলায় প্রধান আসামি করা হয় নাজমুল হাসান সোহাগকে।

ছাত্র অধিকার পরিষদ দাবি করছে, নুরদের বিরুদ্ধে এই মামলা ষড়যন্ত্রমূলক।

তবে মামলার পর হাসান আল মামুনকে আহ্বায়কের দায়িত্ব থেকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে পরিষদ। অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটিও গঠন করেছে সংগঠনটি।