সড়ক পথে আখাউড়া হয়ে এলেন বিএসএফ প্রধান

উড়োজাহাজ জটিলতার পর সড়ক পথে আখাউড়া হয়ে সীমান্ত সম্মেলনে যোগ দিতে বাংলাদেশে এলেন ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান রাকেশ আস্থানা।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Sept 2020, 01:25 PM
Updated : 16 Sept 2020, 06:39 PM

বাহিনী প্রধান রাকেশ আস্থানার নেতৃত্বে বিএসএফের ছয় সদস্যের প্রতিনিধি দল বুধবার বাংলাদেশে এসেছে বলে বাংলাদেশ সীমান্ত রক্ষী বাহিনী-বিজিবি জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিএসএফ প্রতিনিধি দলকে দুপুরে সীমান্তে অভ্যর্থনা জানান বিজিবির সরাইল (উত্তর-পূর্ব রিজিয়ন) রিজিয়ন কমান্ডার। এ সময় কুমিল্লা বিজিবি সেক্টর কমান্ডার, বিজিবি সদর দপ্তরের পরিচালকও (পরিকল্পনা) উপস্থিত ছিলেন।

ভারতের সীমান্ত রক্ষী বাহিনীর প্রধান রাকেশ আস্থানা।

সীমান্ত থেকে বিএসএফ প্রতিনিধি দল সড়ক পথে সুলতানপুর ব্যাটালিয়নে আসেন। সেখান থেকে বিজিবির হেলিকপ্টারে তাদের নিয়ে ঢাকায় রওনা হয়।

ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বিএসএফ মহাপরিচালক রাকেশ আস্থানাকে অভ্যর্থনা জানান।

বৃহস্পতিবার সকাল পৌনে ১১টায় বিজিবি সদর দপ্তরে সীমান্ত সম্মেলন শুরু হবে। ১৯ সেপ্টেম্বর যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে তা শেষ হবে।

রোববার সকালে ছয় দিনের এই সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বিএসএফের উড়োজাহাজে ত্রুটির কারণে রাকেশ আস্থানা আসতে না পারায় তা পিছিয়ে দেওয়া হয়।

তখন বলা হয়েছিল, মহামারীর কারণে ঢাকা থেকে দিল্লি ও কলকাতার সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকায় ঠিক হয়েছিল বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে আসবেন। কিন্তু ‘চূড়ান্ত সময়ে’ বিএসএফের এয়ারক্রাফটে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়।

রাকেশ আস্থানা এই প্রথম সীমান্ত সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন। তিনি গত অগাস্টেই বিএসএফের মহাপরিচালক পদে যোগ দেন।

ভারতের পুলিশ ক্যাডারের কর্মকর্তা রাকেশ আস্থানা এর আগে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআইয়ে বিশেষ পরিচালক হিসেবেও কাজ করেছেন।