বিএসএফ প্রতিনিধিদের ‘উড়োজাহাজে জটিলতা’, সীমান্ত সম্মেলন স্থগিত

ঢাকায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সীমান্ত সম্মেলন স্থগিত করা হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Sept 2020, 11:08 AM
Updated : 16 Sept 2020, 01:20 PM

রোববার বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রতিনিধিদল যে উড়োজাহাজে ঢাকায় আসার কথা ছিল, শেষ মুহূর্তে তাতে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়। ফলে তারা রোববার ঢাকায় পৌঁছাতে পারেননি।

রোববার সকালে ঢাকার পিলখানায় বিজিবি সদর দপ্তরে ছয় দিনের এই সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল এম শাফিনুল ইসলাম এবং বিএসএফের নতুন প্রধান রকেশ আস্থানার এই আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে দিল্লি ও কলকাতার সব আন্তর্জাতিক ফ্লাইট ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকায় ঠিক হয়েছিল, বিএসএফ প্রতিনিধিদল তাদের নিজস্ব উড়োজাহাজ নিয়ে আসবেন। কিন্তু ‘চূড়ান্ত সময়ে’ বিএসএফের এয়ারক্রাফটে ‘কারিগরি সমস্যা’ দেখা দেয়।

“এ প্রেক্ষিতে পূর্ব নির্ধারিত সময়সূচি (১৩-১৮ সেপ্টেম্বর ২০২০) অনুযায়ী আজ থেকে সীমান্ত সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা যাচ্ছে না।”

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, এই সম্মেলনের নতুন সময়সূচি এখনও ঠিক হয়নি।