দুই সপ্তাহ পর জামিন পেলেন অপু

ঢাকার রাস্তায় এক প্রকৌশলীকে মারধরের মামলায় গ্রেপ্তার হয়ে দুই সপ্তাহ পর জামিন পেলেন ইয়াছিন আরাফাত অপু, যিনি টিকটক ভিডিও বানিয়ে পরিচিতমুখ হয়ে উঠেছেন।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 August 2020, 03:22 PM
Updated : 17 August 2020, 03:22 PM

সোমবার ঢাকার মহানগর হাকিম মামুনুর রশীদ শুনানি নিয়ে তার জামিন মঞ্জুর করেন। তবে অপুর সহযোগী নাজমুল হাসানের পক্ষে এ সময় কেউ জামিন চাননি, তিনি কারাগারেই রয়েছেন।

এ সময় মামলার আসামি অপুর অপর চার সহযোগী আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে একই বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল আহমেদ এ তথ্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

অপু (২০) নোয়াখালীর সোনাইমুড়ীর বাসিন্দা শহীদ ইসলামের ছেলে। তিনি ঢাকার দক্ষিণখানের গোয়ালটেক এলাকায় থাকেন।

গত ৩ অগাস্ট সন্ধ্যায় উত্তরায় আলাওল এভিনিউ দিয়ে ব্যক্তিগত গাড়ি চালিয়ে যাচ্ছিলেন প্রকৌশলী মেহেদি হাসান রবিন। তার সঙ্গে কয়েকজন বন্ধুও ছিলেন।

সেখানে সড়ক আটকে অপু ও তার সহযোগীরা টিকটক ভিডিও নির্মাণ করছিলেন। রবিন রাস্তা আটকানো দেখে হর্ন বাজালে ক্ষিপ্ত হয়ে অপু ও তার সহযোগীরা রবিনসহ তার বন্ধুদের মারধর করেন বলে মামলায় অভিযোগ করা হয়।

ওই দিনই রবিনের করা মামলায় অপু ও তার সহযোগী নাজমুলকে (২১) গ্রেপ্তার করা হয়।

এ মামলায় ৩২৬ ধারায় গুরুতর জখমের অভিযোগ থাকলেও চিকিৎসা সনদপত্র দেওয়া হয়নি বলে আদালত পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন।