হিযবুত সদস্য হুমায়ূন ৪ দিনের রিমান্ডে

সন্ত্রাসবিরোধী ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় নিষিদ্ধঘোষিত উগ্রপন্থি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য হুমায়ূন কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের হেফাজতে পেয়েছে ঢাকা মহানগর পুলিশের এন্টি টেররিজম ইউনিট।

আদালত প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 July 2020, 04:59 PM
Updated : 10 July 2020, 04:59 PM

ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুক্রবার তার এই রিমান্ড মঞ্জুর করেন।

এদিন হুমায়ূনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের এন্টি টেররিজম ইউনিটের পরিদর্শক আল আমিন।

গুলশান থানায় দায়ের করা এই মামলার মূল রহস্য উদঘাটনের জন্য হুমায়ূনকে ১০ দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কাঠগড়ায় দাঁড়ানো হুমায়ুনের পক্ষে কোনো আইনজীবী না থাকায় বিচারক তার কাছে জানতে চান, তার কিছু বলার আছে কি না। উত্তরে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন।

এজলাসে রাষ্ট্রপক্ষে উপস্থিত পুলিশ সদস্য ময়েজ উদ্দিন এই তথ্য জানিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টার দিকে বিশেষ অভিযান পরিচালনা করে খুলনার ডুমুরিয়া থানার ভান্ডারপাড়া এলাকা থেকে হুমায়ূন কবিরকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, পাঁচটি উগ্রপন্থি বই এবং একটি এনআইডি কার্ড জব্দ করা হয়। পরে রাজধানীর গুলশান থানায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়।