দল নিবন্ধন আইনের খসড়ায় মত দেওয়ার সময় বাড়ল

রাজনৈতিক দলের নিবন্ধন আইনের খসড়া ‍নিয়ে মতামত দিতে ৩১ জুলাই পর্যন্ত সময় দিয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 July 2020, 08:01 AM
Updated : 8 July 2020, 08:01 AM

নির্ধারিত সময় মঙ্গলবারের মধ্যে খসড়াটি নিয়ে কোনো সাড়া না পাওয়ায় তিন সপ্তাহ সময় বাড়ানো হয়।

মহামারীকালে মূল আইন সংস্কার নিয়ে ইসির উদ্যোগের সমালোচনার মধ্যে দল ও নাগরিকদের মতামত দেওয়ার সময় বাড়ানো হল।

ইসির উপ সচিব আব্দুল হালিম খান সাংবাদিকদের বলেন, খসড়া আইনের বিষয়ে মতামত দেওয়ার জন্য ৩১ জুলাই পর্যন্ত সময় বাড়ানো হয়েছে।

“এ সংক্রান্ত চিঠি সব নিবন্ধিত দলের সাধারণ সম্পাদক/মহাসচিবের কাছে ইমেইলে আজ পাঠানো হচ্ছে। নাগরিকদের জন্যও এ সময় মত প্রকাশের বিষয় উন্মুক্ত থাকবে।”

প্রথম দফা নির্ধারিত সময়ে দল ও নাগরিকদের তেমন সাড়া মিলেনি। বিএনপি, মুক্তিজোট, বাসদ, বিল্পবী ওয়ার্কার্স পার্টি, মহিলা ফোরাম, সুজন- সংবাদ সম্মেলন ও বিবৃতির মাধ্যমে মতামত দিয়েছে।

১৬ জুন প্রস্তাবিত ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন, ২০২০’ এর ওই খসড়া নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ৭ জুলাইয়ের মধ্যে দল ও নাগরিকদের এ সংক্রান্ত মতামত ইসির জ্যেষ্ঠ সচিবের কাছে পাঠানোর জন্য বলা হয়।

আরপিওর ৯০ (এ) থেকে ৯০ (আই) পর্যন্ত অনুচ্ছেদ নিয়ে এখন আলাদাভাবে ‘রাজনৈতিক দল নিবন্ধন আইন’ নামে বাংলায় নতুন একটি আইনের খসড়া প্রস্তুত করে ইসি।

মৌলিক আইনের খসড়া ওপর মতামত দেওয়ার  নিয়ে খুব‘ অপ্রতুল’ সময় দিয়েছে বলে মনে করে ক্ষমতাসীন দলটি। দলের অভ্যন্তরে আলোচনা ও মতামত নেওয়ার সুবিধার্থে এক মাস সময় বাড়াতে বলে।

বিএনপি ইসির উদ্যোগ নিয়ে প্রশ্ন তোলে বলেছে, মহমারীকালে আইন প্রণয়ন কার্যক্রম স্থগিত করতে হবে।