আদাবরে এমব্রয়ডারি শ্রমিকদের বিক্ষোভ

রাজধানীর আদাবর থানার সামনে অবস্থান নিয়ে বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করেছে বিভিন্ন এমব্রয়ডারি কারখানার শতাধিক শ্রমিক।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2020, 07:42 AM
Updated : 24 April 2020, 02:07 PM

আদাবর থানার এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা ১১টার দিকে ওই শ্রমিকরা শ্যামলী রিংরোডে এসে থানার সামনে অবস্থান নেয়।

“সেখানে তারা বকেয়া পরিশোধের দাবিতে বিক্ষোভ করে। পরে বৃষ্টি শুরু হলে বেলা ১টার দিকে তারা সেখান থেকে সরে যায়।”

বিক্ষোভে অংশ নেওয়া দোয়েল এমব্রয়ডারির শ্রমিক মো. রাব্বি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদাবর এলাকায় ২০ থেকে ২৫টি এমব্রডারির কারাখানা রয়েছে। এর মধ্যে রত্না এমব্রয়ডারি, সোহেল এমব্রয়ডারি, মায়া এমব্রয়ডারি, মাইলস্টোন এমব্রয়ডারিসহ বেশ কয়েকটি কারাখানার শতাধিক শ্রমিক বিক্ষোভে যোগ দেয়। 

“আমরা মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা করে পাইনি। পরে পুলিশও বেশ কিছুক্ষণ চেষ্টা করেছে। না পেয়ে মালিকদের নাম ঠিকানা আর ফোন নম্বর লিখে রেখেছে। মালিকদের সাথে যোগাযোগ করে দুই দিনের মধ্যে একটা ব্যবস্থা করার আশ্বাস দেওয়ায় আমরা চলে এসেছি।”

এ বিষয়ে জানতে চাইলে আদাবর থানার ওসি কাজী শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ছোট ছোট এসব এমব্রয়ডারি কারখানার মালিকদের সাথে যোগাযোগের চেষ্টা চলছে। বিষয়টি নিষ্পত্তির জন্য আমরা সাধ্যমত চেষ্টা করছি।”