ভারতে আটকে পড়াদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট

কোভিড-১৯ মহামারীর মধ্যে প্রতিবেশী ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2020, 10:45 AM
Updated : 17 April 2020, 10:45 AM

২০ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত মোট ছয়টি ফ্লাইট চেন্নাই থেকে এবং ২১ ও ২৩ এপ্রিল কলকাতা থেকে দুটি ফ্লাইটে বাংলাদেশিদের আনা হবে বলে বেসরকারি বিমান পরিবহন সংস্থাটির মুখপাত্র কামরুল ইসলাম জানিয়েছেন।

শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে ফ্লাইটগুলো পরিচালিত হবে। চেন্নাই থেকে দুপুর ১২টা ১৫ মিনিট ও কলকাতা থেকে বেলা সাড়ে ১১টায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে।

“করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আকাশ পথে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যস্থতায় ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনতে ইউএস বাংলা এয়ারলাইন্স সহযোগিতা করছে।”