ডেঙ্গু ঝুঁকিপূর্ণ এলাকার খবর জানাবে অ্যাপ

ডেঙ্গু পরিস্থিতির সার্বিক খবর জানা যাবে অ্যাপে। স্বাস্থ্য অধিদপ্তরের জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এইডিসবাহিত মশা নিয়ন্ত্রণ কর্মসূচি-সিডিসি এবং এটুআই যৌথভাবে এই অ্যাপ তৈরি করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 March 2020, 12:28 PM
Updated : 31 March 2020, 12:28 PM

মঙ্গলবার ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে বিশেষ সেবা মাস-এপ্রিল ২০২০ উপলক্ষ্যে এক ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই অ্যাপের বিষয়টি তুলে ধরা হয়।

অ্যাপের বিভিন্ন দিক সংবাদ সম্মেলনে তুলে ধরেন স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার আফসানা আলমগীর খান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাপটি বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে আছে।

আফসানা আলমগীর বলেন, এই অ্যাপে প্রতিদিনের পাশাপাশি শেষ ১২ বছর, ২০ বছর, পরপর তিন বছরের তুলনামূলক চিত্র এবং সাপ্তাহিক চিত্র দেখা যাবে।

“ডেঙ্গু আক্রান্ত হলে কোন হাতপাতালে যেতে হবে সেই তথ্য পাওয়া যাবে। উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার খবর পাওয়া যাবে। হাসপাতালে কতজন রোগী আছে, ওষুধ যাচ্ছে কিনা, কিট, মানবসম্পদ কত আছে সেগুলো জানা যাবে।”

এই অ্যাপে ডেঙ্গু পরিস্থিতির সার্বিক সংবাদ যেমন, সারাদেশে ডেঙ্গু জ্বরের বিস্তার, হাসপাতালে ভর্তি রোগীর খবরাখবর, চিকিৎসাপ্রাপ্ত রোগীর তালিকা, রোগ নিয়ন্ত্রণ শাখার অধীনে মশক জরিপের ফলাফল, উচ্চ ঝূঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করা ও নিকটবর্তী হাসপাতালের তথ্য, মশা নিধন কার্যক্রমের তালিকা থাকবে।

পর্যায়ক্রমে এটি দেশের সব হাসপাতাল ও জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।