হাসপাতালগুলোতে স্যানিটাইজার দিচ্ছে বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়

চিকিৎসক ও রোগীদের সুরক্ষায় রাজধানীর হাসপাতালগুলোতে স্যানিটাইজার দিচ্ছে বিজ্ঞান-প্রযুক্তি মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 March 2020, 05:36 PM
Updated : 25 March 2020, 05:36 PM

সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালসহ এবং স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) প্রস্তুত করা ৪ মেট্রিক টন স্যানিটাইজার বিনামূ্ল্যে বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন  বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।

এছাড়াও চট্টগ্রামের বিসিএসআইআর গবেষণাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল, রাজশাহীর বিসিএসআইআর গবেষণগার থেকে রাজশাহী মেডিকেল কলেজ ও হাসাপাতালে বিতরণ করা হয়েছে স্যানিটাইজার।

বিসিএসআইআর জানিয়েছে, পর্যায়ক্রমে দেশের আরও হাসপাতালে বিতরণ করা হবে। এ কার্যক্রম ১৫ দিন ধরে চলবে।

এ কার্যক্রমে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, সচিব আনোয়ার হোসেন, বিসিএসআইআর-এর চেয়ারম্যান ফারুক আহমেদ, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তারা।

এই কার্যক্রমে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ব্যক্তিগত তহবিল হতে ১ লাখ ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন।