করোনাভাইরাস: আক্রান্ত বেড়ে ৩৯, মৃত্যু ৪ জনের

বাংলাদেশে নতুন করে আরও ছয়জনের মধ্যে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; আরও একজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট- আইইডিসিআর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 March 2020, 09:32 AM
Updated : 24 March 2020, 02:04 PM

নতুন ছয়জনকে নিয়ে বাংলাদেশে মোট ৩৯ জনের মধ্যে এ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ল, যাদের মধ্যে মোট পাঁচজন ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন।

ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা মঙ্গলবার এক ভার্চুয়াল ব্রিফিংয়ে নভেল করোনাভাইরাস মহামারীর সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন।

তিনি বলেন, নতুন যে ছয়জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের একজন হাসপাতালে মারা গেছেন। বাকি পাঁচজনের একজন সৌদি আরব থেকে ওমরা করে ফিরেছেন। আর চারজন সংক্রমিত হয়েছেন আগে আক্রান্তদের সংস্পর্শে এসে।

“যিনি মারা গেছেন তার বয়স সত্তরের বেশি। তিনি একটি হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন ছিলেন।”

নতুন ছয় জনের মধ্যে একজন কীভাবে সংক্রমিত হয়েছেন সে বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি বলে তথ্য দেন অধ্যাপক ফ্লোরা।

তিনি বলেন, আইইডিসিআর বিভিন্ন হাসপাতালে যে নজরদারি চালাচ্ছে সেখান থেকে ওই ব্যক্তির তথ্য পান তারা। পরে পরীক্ষা করে তার সংক্রমণের বিষয়ে নিশ্চিত হওয়া যায়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এখন পর্যন্ত ৭১২ জনের নমুনা পরীক্ষা করেছে আইইডিসিআর। এর মধ্যে ৯২ জনের নমুনা পরীক্ষা হয়েছে গত ২৪ ঘণ্টায়।

হাসপাতালে এখন আইসোলেশনে আছেন মোট ৪০ জন। আরও ৪৬ জন আছেন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে।